এসএসসি পাসে অফিস সহায়ক নিয়োগ দেবে বিকেজিইটি

বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) বাংলাদেশ সরকার ২০ এপ্রিল, ২০০৮ সালে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে কৃষি মন্ত্রণালয়ের (এমওএ) অধীনে একটি সত্তা হিসেবে প্রতিষ্ঠা করে। সম্প্রতি বিকেজিইটি “অফিস সহায়ক” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিস সহায়ক পদে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি)।
মন্ত্রণালয়ের নাম:
– কৃষি মন্ত্রণালয়।
পদের নাম:
– অফিস সহায়ক
পদের সংখ্যা:
– ১টি
শিক্ষাগত যোগ্যতা:
– কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা (১০/১০/২০২৩ তারিখে):
– আগ্রহী প্রার্থীরা বয়স ১৮-৩০ বছর।
– তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
চাকরির ধরণ:
– সরকারি ও ফুল টাইম।
নিয়োগ পদ্ধতি:
– সরাসরি।
কর্মক্ষেত্র:
– অফিস।
কর্মস্থল:
– ঢাকা (ফার্মগেইট)।
বেতন স্কেল:
– টাকা ৮,২৫০ -২০,০১০।
আরও চাকরির খবরঃ
– একাধিক পদে ১৫৩ জনকে নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর
– স্নাতক পাসে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
– সারাদেশে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, পদ সংখ্যা ৫০
– স্নাতক পাসে লোন এন্ড সেভিংস অফিসার নিয়োগ দেবে মানবিক সাহায্য সংস্থা
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদন ফি:
– যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
– ৩১ অক্টোবর ২০২৩।
সোর্স: বিকেজিইটি অফিসিয়াল ওয়েবসাইট।
২ Comments