বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ ব্যাংক সি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর এ নিম্নোক্ত পদদ্বয়ে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিতে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতির নির্মিত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে বাংলাদেশ ব্যাংক দরখাস্ত আহ্বান করা হয়েছে। উক্ত পদদ্বয়ে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বেতনস্কেল, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আগামী ৯ নভেম্বর, ২০২৩ এর মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১. পদের নাম: মহাব্যবস্থাপক (নিরাপত্তা)
গ্রেড:
– ৩য়।
পদের সংখ্যা:
– ১টি
শিক্ষাগত যোগ্যতা:
– সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল বা প্রতিরক্ষা নিরাপত্তা বাহিনীর সমমর্যাদার পদ হতে অবসরপ্রাপ্ত এবং স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জনকারী হতে হবে।
– সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যে কোন ২টি তে ১ম শ্রেণি/বিভাগ থাকতে হবে।
– O’ Level এবং A’ Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সাইিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
বয়সসীমা (০৯/১১/২০২০ তারিখে):
– সর্বোচ্চ ৫০ বছর।
বেতন স্কেল:
– ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা।
২. পদের নাম: ব্যবস্থাপক (এএসপি উৎপাদন)
গ্রেড:
– ৫ম।
পদের সংখ্যা:
– ১টি
শিক্ষাগত যোগ্যতা:
– যন্ত্রকৌশল তড়িৎ কৌশল শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
– সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যে কোন ১টিতে ১ম শ্রেণি/বিভাগ থাকতে হবে।
– কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
– O’ Level এবং A’ Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সাইিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
অভিজ্ঞতা:
– বৃহৎ উৎপাদন প্রকাশনা শিল্প প্রতিষ্ঠানে ৬ষ্ঠ গ্রেড/সমমানের পদে ২ বছরের চাকরিসহ ১ম শ্রেণির কর্মকর্তা পদে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়সসীমা (০৯/১১/২০২০ তারিখে):
– সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল:
– ৪৩,০০০ থেকে ৬৬,৮৫০ টাকা।
সাধারণ শর্তাবলী:
চাকরির ধরন:
– অস্থায়ী
প্রার্থীর ধরণ:
– নারী-পুরুষ উভয়েই।
কর্মস্থল:
– ঢাকা
আরও চাকরির খবরঃ
– সারাদেশে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
– আকর্ষণীয় বেতনে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ডিবিএইচ ফাইন্যান্স
– স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
– প্রার্থীদেরকে পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, ছকে বর্ণিত জীবন বৃত্তান্ত (সিভি) ও এ সংক্রান্ত দলিলাদিসহ (একাডেমিক সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদের ক্ষেত্রে অবসর গ্রহণ সংক্রান্ত আদেশ/ ব্যবস্থাপক (ওসপি উৎপাদন) পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য যাচিত দলিলাদির সত্যায়িত অনুলিপি সহ আবেদন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিম্নে বর্ণিত হয়েছে
আবেদন পাঠানোর ঠিকানা:
পরিচালক (এইচআরডি-১),
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১,
বাংলাদেশ ব্যাংক,
প্রধান কার্যালয়,
মতিবিল, ঢাকা-১০০০।
আবেদন পাঠানোর শেষ তারিখ:
– ৯ নভেম্বর, ২০২৩।
সোর্স: বাংলাদেশ ব্যাংক।