ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় এবং ৩ জুন, ১৯৯৬ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সম্প্রতি ব্যাংকটিতে “অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার- মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)
পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
দায়-দায়িত্বঃ
– ব্যাংকিং পণ্য বিক্রি করার ক্ষমতা/ ইচ্ছা থাকা (গৃহঋণ, ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ এবং অন্যান্য প্রাসঙ্গিক পণ্য)।
শিক্ষাগত যোগ্যতা:
– ব্যবসায় স্নাতক, বিএসএস/ বিকম/ বিএসসি/ বিবিএ/ এমবিএ ডিগ্রি থাকতে হবে।
– এমনকি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলেও হবে।
অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়সসীমা (১/০৯/২৩ তারিখে):
– সবোর্চ্চ ৩০ বছর।
চাকরির ধরণ:
– চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷
কর্মক্ষেত্র:
– ফিল্ড ও অফিস।
কর্মস্থল:
– বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট।
অন্যান্য শর্তাবলীঃ
– সেলস এ ক্যারিয়ার ডেভেলপের ইচ্ছা থাকা।
– ভাল যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকা।
– চমৎকার আলোচনা এবং সরাসরি বিক্রয় দক্ষতা থাকা।
বেতন ও ভাতাঃ
– মাসে সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত আয়ের সুযোগ (মাসিক লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে)।
– ইন্সুরেন্স সুবিধা।
– উৎসব বোনাস সুবিধা।
আরও চাকরির খবর দেখুন:
– স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
– সারাদেশে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– ঢাকায় ট্রেড সার্ভিস অফিসার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক
– মাস্টার্স পাসে ইউনিট হেড নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
হার্ড কপিঃ
– প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা: আগ্রহী প্রার্থীগণ আপনাদের জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন নিন্ম উল্লেখিত ঠিকানায়: মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে, সন্ধ্যারাম প্লাজার পিছনের বাড়ি)।
আবেদনের শেষ তারিখঃ
– ৩১ আগস্ট, ২০২৩।
সোর্স: বিডি জবস।
অন লাইনে আবেদন লিংকে কি ভাবে ডুকব
বিস্তারিত পোষ্টের ভেতরে পেয়ে যাবেন