ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় এবং ৩ জুন, ১৯৯৬ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সম্প্রতি ব্যাংকটিতে “অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট)” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)
পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট)
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
– এসএসসি/ এইচএসসি/ ডিপ্লোমা স্তরে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
– বিএসসি/ বি. আর্ক স্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৫০ এবং সিজিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
– এইচএসসি স্তরে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারী প্রার্থীরা বাছাই প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।
শুধুমাত্র প্রকাশিত ফলাফল গ্রহণ করা হবে।
অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়সসীমা (২০ আগস্ট ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী
প্রার্থীর ধরণ:
– নারী-পুরুষ উভয়েই।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– হেড অফিস, ঢাকা
আরও চাকরির খবর দেখুন:
– সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা: ১৮ আগস্ট, ২০২৩
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-II নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, বেতন ২৮ হাজার
– স্নাতক পাসে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
– ঢাকায় এমটিও পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, বেতন ২৫ হাজার
অন্যান্য শর্তাবলীঃ
– প্রার্থীকে প্রধান কার্যালয়, ঢাকা এবং এর সংশ্লিষ্ট অফিসের জেনারেল সার্ভিস ডিভিশনে পোস্ট করা হবে। তবে দেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
– প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
– নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো ধরনের প্ররোচনা অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
– যোগদানের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দিতে হবে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করা হবে। যদি কোন অসঙ্গতি পাওয়া যায়, তবে এটি প্রার্থীকে ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত সহ শাস্তিমূলক ব্যবস্থার জন্য দায়ী করবে।
– লিখিত পরীক্ষায় প্রার্থী কর্তৃক গৃহীত কোন অন্যায্য পন্থা প্রার্থিতা বাতিল করবে।
– আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর দেওয়া কোনো ভুল তথ্য প্রার্থিতা বাতিল করে দেবে।
বেতন-ভাতা:
– এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৩০,০০০ টাকা।
– সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ৪৯,৪০৫ টাকা।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সব পরীক্ষার সনদপত্র ও চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ২০ আগস্ট, ২০২৩।
সোর্স: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
One Comment