কোম্পানি জব

স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ২৬ হাজার

আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমানে আবুল খায়ের গ্রুপের কার্যক্রম বহু-ব্যবসায় রূপান্তরিত হয়েছে। সম্প্রতি আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্ত দেওয়া হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আবুল খায়ের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নামঃ
– আবুল খায়ের গ্রুপ

পদের নামঃ
– অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

দায় দায়িত্বঃ
– ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন;
– প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ;
– ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন এবং
দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী।

অভিজ্ঞতাঃ
– প্রয়োজন নেই।

চাকরির ধরণঃ
– ফুল টাইম

প্রার্থীর ধরণঃ
– শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ
– সবোর্চ্চ ৩২ বছর।

কর্মস্থলঃ
– বাংলাদেশের যেকোনো স্থানে।

অন্যান্য শর্তাবলীঃ
– FMCG Sales/অন্যান্য প্রোডাক্ট সেলস এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
– চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে ও মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
স্নাতক পাসে টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪০ হাজার

বেতন-ভাতাঃ
– সর্বসাকুল্যে ২২০০০ টাকা থেকে ২৬০০০ টাকা।

আবেদন প্রক্রিয়াঃ
– প্রত্যেক প্রার্থীকে জীবনবৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
– সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট/মার্কসশিট সহ এস.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং Original National ID Card ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে।
– সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধি মোতাবেক Training Allowance প্রদান করা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ এ অংশগ্রহণের জন্য নিচের নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত থাকবেন।

ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচিঃ

সময়ঃ সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা।

তারিখঃ ১৬, ২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ আবুল খায়ের গ্রুপ,
নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।

তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ,
৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম।

তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ,
বাড়ি নং-০১, রোড নং-০১, মূলাটোল পাকার মাথা, রংপুর।

তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ,
বড় বনগ্রাম, খানকা শরীফ গেট, শাহমখদূম, রাজশাহী।

তারিখঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ আবুল খায়ের এন্ড কোম্পানী,
১৫২, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহনী, জুগিয়া, কুষ্টিয়া।

তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩
ঠিকানাঃ বাঁচতে শেখা, বিমান বন্দর রোড, আরবপুর, যশোর।

আবেদনের শেষ তারিখঃ
– ৩০ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button