কোম্পানি জব

অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি নিয়োগ দেবে ইজি ফ্যাশন

ইজি ফ্যাশন লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইজি ফ্যাশন লিমিটেড তাদের সেলস বিভাগে “অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি” নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি পদে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ইজি ফ্যাশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– ইজি ফ্যাশন লিমিটেড

পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (সেলস)

পদসংখ্যা:
– ৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

জব কনটেক্সট:
– শো-রুমের সেলস টার্গেট অর্জন

দায়িত্বসমূহ:
– শো-রুমের সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে। দলগত পরিবেশে মিলেমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শো-রুমের সাবোর্চ্চ বিক্রয় নিশ্চিত করতে হবে।
– নতুন ফ্যাশন টেন্ড সর্ম্পকে সচ্ছ ধারণা রেখে শো-রুমের ডিসপ্লে সেটআপ করতে হবে।
– প্রোডাক্ট প্রদর্শণীর ব্যাপারে সচ্ছ ধারণা নিয়ে শো-রুমের পরিবেশ সুন্দর রাখতে হবে। প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
– কাষ্টমারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। সুন্দর কথাবার্তা, আচার-আচরণ ও অসাধারণ পণ্য জ্ঞানের মাধ্যমে কাষ্টমারকে সবোর্চ্চ প্রাধান্য দিয়ে ডিউটি পালন করতে হবে।
– শো-রুমের স্টক এবং সেলস হিসাব যথাযথভাবে রাখতে হবে। প্রতিনিয়ত শো-রুমের স্টক গুনতে হবে এবং ম্যানেজারকে রিপোর্ট করতে হবে। দৈনিক এবং মাসিক সেলস হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে।
– আপনার চাকুরীর অন্যান্য শর্তাবলী প্রতিষ্ঠানের নিয়ম ও নির্দেশ মোতাবেক নিয়ন্ত্রিত হইবে।

চাকরির ধরন:
– ফুল টাইম

কর্মক্ষেত্র:
– অফিসে

প্রার্থীর ধরন:
– শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
– উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা:
– ২২ থেকে ২৮ বছর।

কর্মস্থল:
– দেশের যেকোনো স্থানে

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
একাধিক নন-টেকনিক্যাল পদে চাকরির সুযোগ দিচ্ছে বুয়েট
স্নাতক পাশে রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ফাইন্যান্স
– একাধিক নন-টেকনিক্যাল পদে চাকরির সুযোগ দিচ্ছে বুয়েট

অন্যান্য শর্তাবলী:
– কম্পিউটার পরিচালনা এবং শো-রুমের সেলস কাজে পারদর্শীদের অগ্রাধীকার দেওয়া হবে।
– দীর্ঘক্ষণ কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।
– দেশের যেকোন জেলায় কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।

বেতন:
– ১৫,০০০ থেকে ১৮,০০০ হাজার টাকা

অন্যান্য সুবিধা:
– বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব ভাতা, ঢাকার বাইরের শাখার জন্য বাসস্থান সুাবিধা

আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

অথবা ই-মেইলের মাধ্যমে নিচের ঠিকানায় সিভি পাঠাতে পারবেন
hrdeasyfashion@gmail.com

আবেদনের শেষ তারিখ:
– ৯ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button