ওয়ার্ল্ড ব্যাংক জব

ঢাকায় অ্যাকাউন্টেন্ট/রিসোর্স ম্যানেজমেন্ট এনালিস্ট নিয়োগ দেবে ওয়ার্ল্ড ব্যাংক

ওয়ার্ল্ড ব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের প্রধান লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ অফিসে “অ্যাকাউন্টেন্ট/রিসোর্স ম্যানেজমেন্ট (আরএম) এনালিস্ট” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাকাউন্টেন্ট/রিসোর্স ম্যানেজমেন্ট এনালিস্ট পদে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট/রিসোর্স ম্যানেজমেন্ট এনালিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ অফিস

পদের নামঃ
– অ্যাকাউন্টেন্ট/রিসোর্স ম্যানেজমেন্ট এনালিস্ট

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

দায় দায়িত্ব:
– নির্বাচিত প্রার্থী অপারেশন ম্যানেজার এবং রিসোর্স ম্যানেজমেন্ট অফিসারকে সমর্থন করবেন, উভয়ই ঢাকায় অবস্থিত। সে/তিনি প্রাথমিকভাবে অ্যাকাউন্টিং ফাংশনগুলি সম্পাদন করবেন, যার মধ্যে অর্থপ্রদান করা, মাসিক অ্যাকাউন্টিং রিপোর্ট প্রস্তুত করা এবং জমা দেওয়া এবং ব্যাঙ্ক এবং ক্ষুদ্র নগদ অ্যাকাউন্টগুলি পর্যবেক্ষণ/ পুনর্মিলন করা সহ। সে/তিনি একটি শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে, RM এবং অ্যাকাউন্টিং নীতি এবং পদ্ধতিগুলি পরিচালনা করবে এবং সম্পদ এবং ইনভেন্টরিগুলি সঠিকভাবে রেকর্ড এবং সুরক্ষিত আছে তা নিশ্চিত করবে।

শিক্ষাগত যোগ্যতা:
– অ্যাকাউন্টিং, বিজনেস, ফাইন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি বা অ-প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রির সাথে (১) CIMA অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং; অথবা (২) ACCA অ্যাডভান্সড ডিপ্লোমা ইন একাউন্টিং এন্ড বিজনেস; বা (৩) সমতুল্য স্তরের অ্যাকাউন্টিং সার্টিফিকেট থাকতে হবে।

অভিজ্ঞতা:
– তুলনামূলক অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স-ভিত্তিক ভূমিকায় ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম ও চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে ব্র্যাক
একাধিক পদে অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
স্নাতক পাসে সেলস অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক

কর্মক্ষেত্র:
– অফিসে।

জব লোকেশন:
– ঢাকা, বাংলাদেশ।

অন্যান্য শর্তাবলী:
– ফাইন্যান্স সিস্টেম এবং রিপোর্টের দক্ষতা থাকতে হবে। (বিশেষ করে SAP, BW/ AO অথবা তুলনামূলক ERP সিস্টেম এবং রিপোর্ট)
– প্রাসঙ্গিক বিশ্লেষণ এবং পরামর্শ প্রদানের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
– বিশ্লেষণ করা, সাংগঠনিক কার্যক্রম ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করায় পারদর্শী হতে হবে।
– সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
– যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– মাল্টি-কালচারাল বিষয়ে আগ্রহ থাকতে হবে।
– বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও ভাতাঃ
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– বিশ্বব্যাংক স্থানীয়ভাবে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ অফার করে।

আবেদন পদ্ধতি:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ১২ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্সঃ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ।

Leave a Reply

Back to top button